সর্বশেষ

» কানাইঘাটে বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ ফুটপাত দখলমুক্ত

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট বাজারে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত কয়েক দিন থেকে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে কানাইঘাট বাজারে ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তারপরও অনেকে তাদের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট সরিয়ে না নেওয়ায় আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট পৌর প্রশাসক ফারজানা নাসরিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ওয়াজিদ ওয়াসিফ বাজারে অভিযান চালান।
এ সময় বাজারের রাস্তার উপর থাকা সমস্ত অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া সহ বেশকিছু উচ্ছেদ করে জব্দ করে নিয়ে যাওয়া হয়। অভিযানকালে আইন অমান্য করায় পৌরসভা আইনে ২০০৯ সালের ১০৮ এর অপরাধে ১০৯ ধারায় ২২টি মামলা দায়েরের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি কানাইঘাট মাছ বাজারের পূর্ব পাশে সরকারি খাস ভূমি অবৈধভাবে দখল করে গড়ে উঠা শতাধিক সেমিপাকা দোকানঘর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। পৌর শহর খ্যাত কানাইঘাট বাজারের ফুটপাত দখলমুক্ত এবং ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাজারের পরিস্কার পরিচ্ছন্ন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাজারে জনসাধারণকে যাতায়াত করতে দেখা গেছে। তারা প্রশাসনকে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখা সহ এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, থানা পুলিশ সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা নাসরিন বলেন, কানাইঘাট বাজারকে যানজট ও ফুটপাত দখল মুক্ত করতে পূর্বে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নির্দেশনা দেয়া হয়েছিল। অনেকে ফুটপাত থেকে তাদের দোকান-পাট সরিয়ে নেন। তারপরও যারা আইন অমান্য করে ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাজারের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728