পূবালী ব্যাংক পিএলসি বরইকান্দি শাখায় ইসলামিক কর্ণারের উদ্বোধন

চেম্বার ডেস্ক: মনোরম সাজে সিলেটের দক্ষিণসুরমা উপজেলার চন্ডিপুল এলাকার পূবালী ব্যাংক পিএলসি বরইকান্দি শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান ফিতা কেটে নব সাজে সজ্জিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।
বরাইকান্দি শাখার ডিজেও নাইম আহমদ আরিফ এর সঞ্চালনায় ও শাখা ব্যবস্থাপক আবু হানিফা রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, অন্যান্য ব্যাংকিং সেবার পাশাপাশি পূবালী ব্যাংক ইসলামিক ব্যাংকিং সেবাও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। গ্রাহকবৃন্দের চাহিদার কথা চিন্তা করে দেশব্যাপী ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কাজ তাই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। তিনি সংশ্লিষ্টদের এসব কর্ণারে সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, এতে করে দেশের অর্থনীতির পুর্নগঠনে কার্যকর ভূমিকা রাখা আরও সহজ হবে।
অনুষ্ঠানে অন্যান্যেরে মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের গ্রাহক মো: আব্দুল আহাদ, শামসুজ্জামান বাবুধন, মো. কামাল উদ্দিন, মো. সারোয়ার হোসেন, আবুদল হক, আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত ও দোয়া পরিচলনা করেন, খোজারখলা মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সালিম আহমদ।