সর্বশেষ

» ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যুবদলের অবদান অস্বীকার করার সুযোগ নেই : মিজান চৌধুরী

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত-মানবতার কল্যাণে কাজ করে আসছে। বিএনপি আইন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আর আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। তারা যখনই ক্ষমতায় যায় গণতন্ত্র ধ্বংস করে। বিগত ১৬ বছর আওয়ামী লীগ শুধু গণতন্ত্রকেই ধ্বংস করেনি, পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এ রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতে যুবদলকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে যুবদলের অবদান অস্বীকার করার সুযোগ নেই।
তিনি বুধবার জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়ারাবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক  হারুন অর রশিদ  চেয়ারম্যান, উপজেলা যুগ্ম আহ্বায়কখোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান আবুহেনা আজিজ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শামছুল ইসলাম, এইচ এম কামাল, আমান উল্লাহ, আব্দুল হক, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, নুর আলী ইমরান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে নুর আলম, আব্দুল আজিজ, হাফিজুর রহমান, আব্দুল মতিন, সদর ইউনিয়ন বিএনপি নেতা মামুন মিয়া, বিএনপি নেতা ডা: শওকত আলী, আব্দুর রউফ, আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, ওলিউর রহমান, মোতালেব ভুঁইয়া, শাহনেওয়াজ, করম আলী,আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল হাসান অনিক ও দোয়ারাবাজার সরকারি কলেজ যুগ্ম আহবায়ক তানভীর আহমদ প্রমুখ।
image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728