কোয়ারী থেকে পাথর উত্তোলন ও অপরাধ মূলক কর্মকান্ড বন্ধে কানাইঘাটে বিট পুলিশিং সভা
কানাইঘাট প্রতিনিধিঃ অপরাধমূলক কর্মকান্ড দমন, এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা সহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ এবং জব্দকৃত পাথর যাতে করে চুরি বন্ধে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে সীমান্তবর্তী কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মূলাগুল বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকেল ৪টায় স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে ও থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহের পরিচালনায় বিট পুলিশিং সভায় এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পাথর ব্যবসায়ী সহ সর্বস্তরের লোকজনদের উপস্থিতিতে সভায় থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধমূলক কর্মকান্ড দমনের জন্য জনসাধারনের অংশগ্রহণে সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে থানা পুলিশের উদ্যোগে ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং সভা শুরু হয়েছে। তিনি লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে অবস্থিত বন্ধ হওয়া লোভাছড়া পাথর কোয়ারী থেকে যাতে চুরি করে কেউ পাথর উত্তোলন এবং কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর চুরি করে বিক্রি বা পরিবহন করতে না পারেন এজন্য এলাকার সবার সহযোগিতা কামনা করেন।
প্রশাসনের বাঁধা-নিষেধ উপেক্ষা করে কেউ পাথর উত্তোলন বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতমধ্যে থানায় পাথর উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে কোয়ারীতে সার্বক্ষণিক ভাবে পুলিশ টহল রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ সহ অপরাধ মূলক কর্মকান্ড দমনে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, থানার এস.আই দেবাশীষ শর্মা, এস.আই দেবাশীষ সূত্রধর, জামায়াত নেতা ক্বারী মাও. মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান প্রার্থী আব্বাস উদ্দিন, শহিদুল্লাহ চৌধুরী, বিশিষ্ট মুরব্বী আনিছুল হক, আফসর আহমদ, আনিছুর রহমান সহ আরো অনেকে।
বিট পুলিশিং সভায় স্থানীয় লোকজন ও পাথর ব্যবসায়ীরা এলাকার হাজার হাজার মানুষের একমাত্র কর্মসংস্থানের মাধ্যম লোভাছড়া পাথর কোয়ারী খুলে দেয়ার জন্য বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে কোয়ারীতে জব্দকৃত পাথরের জটিলতা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার দাবী জানান। এছাড়া লোভাছড়া কোয়ারী থেকে যাতে কেউ বিচ্ছিহ্ন পাথর উত্তোলন ও জব্দকৃত পাথর চুরি করে বিক্রি করতে না পারে এজন্য থানা পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।