ধোঁয়াশা কেটেছে, রাতেই ঢাকায় আসছেন সাকিব আল হাসান

চেম্বার ডেস্ক: গতকাল রাতে ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই আসার পর সাকিবকে জানানো হয়েছিল নিরাপত্তার কারণে তিনি দেশে ফিরতে পারবেন না। এ সংবাদে তাকে নিয়ে তৈরি হয় নতুন নাটকীয়তা।

ধারণা করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলে তার বিদায় নেয়া হচ্ছে না। তবে জানা গেছে, কেটে যাচ্ছে সেই শঙ্কার মেঘ।

জানা গেছে, আজ রাতে ফিরবেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টও।

যদিও এই সংবাদের আগে সাকিব বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নিরাপত্তার কারণে আসবেন না।