গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের  দ্বি-বাৰ্ষিক নির্বাচন সম্পন্ন

চেম্বার ডেস্ক: গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের দ্বি বাৰ্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৪ অক্টোবর রবিবার সন্ধ্যা ৮ ঘঠিকার সময় সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ সভাপতি শরীফ সালেহীন এর সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকের পরিচালনায় এতে সদস্যরা সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের প্রতিষ্ঠা কালীন সহ সভাপতি এইচ.কে. শরীফ সালেহীন (রাতারগুল বার্তা) কে সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য সোলেমান সিদ্দিকী(বিজয়ের কন্ঠ) কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদসরা হলেন সহ সভাপতি মাশুক আহমদ,স্টাফ রিপোর্টার

দৈনিক বিজয়ের কণ্ঠ ,সহ সভাপতি বিলাল উদ্দিন(দৈনিক নিউজ বাংলা) সহ সেক্রেটারি লুকমান আহমদ (জালালাবাদ টাইমস,আলোকিত গোয়াইনঘাট) যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম আহমদ(দৈনিক দুর্জয় বাংলা) ,ৃসাংগঠনিক সম্পাদক মাহবুব আল মারুফ(গোয়াইনঘাট প্রতিনিধি দৈনিক সমাজ দর্পণ ও জালালাবাদ টাইমস)।

এদিকে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কে গোয়াইনঘাট উপজেলা সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য যে ভালো ভালো অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের বাছাই করে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সদস্য করা হবে।