সর্বশেষ

» এইচএসসি’তে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অভূতপূর্ব সাফল্য

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: এবার ২০২৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ অভূতপূর্ব সাফল্য পেয়েছে। কলেজ থেকে মোট ১৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকায হয়েছে ১৭২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৯ জন  জিপিএ-৫ ‘অ+’, ১২১ জন  ‘অ’ এবং ১২ জন ‘অ-’ পেয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কুলাউড়া ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, মুহিবুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মো. ফরিদ আহমদ, কো- অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক জলি বেগম চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষক মো.লিয়াকত আলী ও মো.শফিউল আলম, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক সোয়াব আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অমল কুমার বর্মন ও আলী আহসান নাঈম, আইসিটি বিভাগের শিক্ষক চৌধুরী ফাহিম দাউদ কোরাইশী প্রমুখ।

ফলাফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে  উঠেন। এমন অভূতপূর্ব সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ বদরুল আলম।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031