সর্বশেষ

» সিলেটে নারীর ৬ লক্ষাধিক টাকা উদ্ধার করে দিল পুলিশ

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: সিলেটে প্রতারণার মাধ্যমে ওটিপি নম্বর নিয়ে ব্যাংক একাউন্ট হ্যাক করে এক নারীর কাছ থেকে ৬ লক্ষাধিক টাকা আত্মসাত করেছিল প্রতারক চক্র। অবশেষে পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পেয়েছেন ওই নারী।

সম্প্রতি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের কুতুবপুরের আনোয়ার আলীর স্ত্রী মোছা. সুলতানা বেগম চৌধুরীর সাথে প্রতারণার এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর সুলতানা বেগম চৌধুরী কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৩৮) করেন। জিডি করার ২০ দিনের মাথায় মঙ্গলবার (১ অক্টোবর) আত্মসাতকৃত টাকা উদ্ধার করে দেয় পুলিশ।

বুধবার (২অক্টোবর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ৯ সেপ্টেম্বর প্রতারক চক্র ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে দক্ষিণ সুরমার কুতুবপুরের আনোয়ার আলীর স্ত্রী মোছা. সুলতানা বেগম চৌধুরীকে ফোন দেয়। তারা কৌশলে ওটিপি নম্বর নিয়ে ব্যাংক একাউন্ট হ্যাক করে সুলতানা বেগম চৌধুরীর একাউন্ট থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর সুলতানা বেগম চৌধুরী কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৩৮) করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্তে নামে। পুলিশের চেষ্টায় আত্মসাতকৃত টাকা উদ্ধার হয়। মঙ্গলবার উদ্ধার হওয়া টাকা ফেরত পেয়ে সুলতানা বেগম সাধারণ ডায়েরি প্রত্যাহার করেছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728