কানাইঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কানাইঘাট প্রতিনিধি: কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামসুন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, দেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার থাকলেও নানা কারনে কন্যা শিশু থেকে শুরু করে নারীরা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার না থাকা সহ সামাজিক বৈষম্যের কারনে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু আশার কথা হচ্ছে মেয়েরা সমাজ তথা রাষ্ট্রের সকল ক্ষেত্রে বর্তমানে সাফল্যের সাথে নেতৃত্ব দিচ্ছেন।
কন্যা শিশুদের অবহেলা না করে তাদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সামাজিক বৈষম্য নিরসন করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।