শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কানাইঘাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীর পরিচালনায় প্রস্তুতি সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

সভায় উপজেলার ২৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন ,থানা পুলিশ,বিজিবি ও আনসার বিডিপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতির কথা সভায় তুলে ধরেন নির্বাহী কর্মকর্তা। আগের চাইতে এবারের দুর্গাপূজা প্রশাসনের পক্ষ থেকে আরো বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,নিজস্ব সেচ্ছাসেবক দারা মন্ডপে নিরাপত্তা নেওয়া সহ ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে অতীতের মতো কানাইঘাটে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে রাজনৈতিক মহল,জনপ্রতিনিধি,সূধীজন সহ সকল ধর্মের মানুষের প্রতি আহবান জানান নির্বাহী কর্মকর্ত্।

প্রস্তুতি সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ওয়াজেদ ওয়াসিফ,কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল,সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সারোয়ার কবির,ঝিংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দূর্গা কুমার দাস,বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার সলিল চন্দ দাস,সাবেক সহ-সভাপতি মাষ্টার সুদীপ্ত চক্রবর্তী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস,সহ-সভাপতি প্রতাপ চন্দ দাস,বিকাশ দাস,পৌর শাখার সভাপতি সুবোধ চন্দ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র দাস ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি শ্যামল দাস, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধূরী সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।