সর্বশেষ

» বৈরুত বন্দরে বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু, আহত ৪ হাজারের বেশি

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৪ হাজারের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেকে। তাই প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। উদ্ধার তৎপরতা চলছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত। এই বিস্ফোরণের মাত্রা এতটাই প্রকট ছিল যে, ১০ কিলোমিটার দূরের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তবে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান জানান, বিস্ফোরক রাসায়নিক পদার্থের একটি গুদামে বিস্ফোরণের সূত্রপাত হয়। গত ছয় বছর ধরে গুদামটিতে অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা হয়। অনিরাপদ মজুতের বিষয়টি অগ্রহণযোগ্য বলে টুইটবার্তায় জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031