প্রধান উপদেষ্টার বাসভবনের সাম‌নে ৩৫ চাকরি প্রত্যাশীদের অবস্থান

চেম্বার ডেস্ক: চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। এর দুপুরে একটার দিকে তারা যমুনা সামনে গিয়ে অবস্থান নেন।

দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীদের এই মহাসমাবেশে যোগ দিতে দেখা যায়। এসময় তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এক চাকরি প্রত্যাশী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়। আমরা এখানে ৩৫ এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে।