সর্বশেষ

» অনুপ্রবেশকারীদের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে : আলী আহমদ

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

চেম্বার ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। বিগত ১৬টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। কিন্তু আমাদের দমিয়ে রাখা যায়নি। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন উপেক্ষা করে ঠিকে থাকার কারণেই ছাত্র-জনতার বিজয় নিশ্চিত হয়েছে। কোন জুলুমবাজ ফ্যাসিস্ট যেনো অনুপ্রবেশ করে দলীয় ভাবমুর্তি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতো আরো বলিষ্ট ভুমিকা পালন করতে হবে। সময়ের ব্যবধানে আমরাই বিজয়ী হবো।

তিনি শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম সেলিমের সভাপতিত্বে, কামালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক সুমন আহমদ বিপ্লবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহ সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু, কামালবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো: গুলজার আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, কামালবাজার ইউনিয়ন সহ সভাপতি সেলিম আহমদ, বিএনপি নেতা নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক মো: নিজাম উদ্দিন, বিএনপি নেতা শাইনুল ইসলাম, বাহারুল ফেরদৌস, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, সহ তাতী বিষয়ক সম্পাদক আব্দুস সাকুর সফিক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সমছু মিয়া, কোষাধ্যক্ষ গিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা রিয়াজ আহমদ, ফজর আলী, জেলা ছাদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুর রহমান, শামসুদ্দীন শুভ, ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক হিরণ মিয়া, বিএনপি নেতা কবির আলী, আনছান আলী, আব্দুস সালাম, মখন মিয়া, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আলী হোসেন, বিএনপি নেতা সুন্দর আলী, আব্দুর রহমান, হুসন আলী, কামরান আহমদ, সিপন আহমদ, ছায়েদ আহমদ, রেজুয়ান, দুলাল মিয়া ও খলিল মিয়া প্রমূখ।
কর্মীসভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিগত ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতী মাসুম আহমদ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728