কানাইঘাট থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আব্দুল আউয়াল
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন মোঃ আব্দুল আউয়াল। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদ্য বিদায়ী
অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল গত ২৪ সেপ্টেম্বর সিলেট পুলিশ সুপারের কার্যালয় থেকে মোঃ আব্দুল আউয়ালকে কানাইঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকায় পুলিশের সিআইডি ইউনিটে ইন্সপেক্টর হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল এর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘদিন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও শাহপরান (র.) থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর কানাইঘাটের সার্বিক আইন-শৃঙ্খলার
উন্নয়ন, পুলিশি সেবা জনসাধারণের দূরগোড়ায় পৌঁছে দিতে সকল মহল সহ সাংবাদিকদের
সহযোগিতা কামনা করেছেন নবাগত ওসি মোঃ আব্দুল আউয়াল।