নতুন পররাষ্ট্র সচিব হিসেবে কাজ শুরু করেছেন জসীম উদ্দিন
চেম্বার ডেস্ক: অন্তর্বর্তী সরকার কাজ শুরুর এক মাসের মাথায় বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে চীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কূটনীতিক কাতার ও গ্রিসেও বাংলাদেশ মিশনের নেতৃত্ব দিয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে যোগ দিয়েছেন জসীম উদ্দিন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার প্রোফাইলসহ ছবিও যুক্ত করা হয়েছে।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক সূত্রে জানা যায়, নতুন পররাষ্ট্র সচিব সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি প্রাইভেসি রক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করেন।