- কানাইঘাটে ফের হত্যাকান্ড || দোকান থেকে আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার
- বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
- ইকরা ট্রাভেলস-সিলেট অনলাইন প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- ২৩ নভেম্বর সিলেটে জমিয়তের গণসমাবেশ সফল করুন: সিলেট জমিয়ত
- খুনিকে গ্রেফতারে পুলিশের চিরুনী অভিযান|| কানাইঘাটে বন্ধুর হাতে নিহত মুমিনের দাফন সম্পন্ন
- কানাইঘাটে বন্ধু কেড়ে নিল বন্ধুর প্রাণ
- শাহজালাল উপশহরে দারুল আজহার মডেল মাদরাসার বিজ্ঞান মেলা অনুষ্টিত
- লিবিয়ায় নিখোজ ফারহানের সন্ধান চেয়ে কানাইঘাট প্রেসক্লাবে স্ত্রীর সংবাদ সম্মেলন
- জৈন্তিয়াবাসীর অধিকার প্রতিষ্ঠায় “বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ” গঠিত
- লন্ডন প্রবাসী আব্দুল আলিমের বাড়িতে আবারও হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১
» বৃহস্পতিবারের মধ্যে সিলেট চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগের আল্টিমেটাম
প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৪ | রবিবার
চেম্বার ডেস্ক: আগামী বৃহস্পতিবারের মধ্যে স্বৈরশাসকের দোসর, ভোটারবিহীন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালনা পর্ষদকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।
রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও মহানগররের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় সিলেট চেম্বারকে ঘেরাও করে তালা দেয়ার ঘোষণা দেন ব্যবসায়ীরা।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক ও সাংগঠনিক সচিব নিয়াজ মোঃ আজিজুল করিমের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে পকেট কমিটির মাধ্যমে গঠিত সিলেট চেম্বার সাধারণ ব্যবসায়ীদের আকাংখা পূরণে ব্যর্থ হয়েছে। তারা স্বনামধন্য সিলেট চেম্বারকে ব্যর্থ কার্যক্রমের মাধ্যমে কলুষিত করেছেন। চেম্বার পরিচালনা পর্ষদের নেতারা সম্মানের সাথে পদত্যাগ না করলে জাতীয় দালাল হিসেবে সমাজে তিরস্কৃত হবেন। বক্তারা বলেন, অবিলম্বে চেম্বারে নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এছাড়া চেম্বারের বর্তমান বর্ধিত ফি বাতিল করে অতীতের ফি পুনর্বহাল করতে হবে। বক্তারা সিলেট চেম্বার থেকে সম্মানের সহিত ৬জন পরিচালক পদত্যাগ করায় তাদের ধন্যবাদ জানান।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সিসিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী, এনামুল কুদ্দুস চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, রেস্তোরা মালিক সমিতি সিলেট জেলা সভাপতি খালেদ আহমদ, ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জহির, আল-হামরা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, দরগাহ বাজার ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জেলা পার্টস মালিক সমিতির সভাপতি আনু আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সিলেট জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ, বিসিক মালিক সমিতির নির্বাহী সদস্য ও স্বাদ এন্ড কোম্পানীর এমডি মো. নুরুল আলম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকিক, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, আইবিডব্লিউএফ এর সিলেট জেলা সভাপতি জুবায়ের রকিব চৌধুরী, চেম্বারের সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, সিদ্দিক প্লাজা ইসলামপুর মার্কেটের সভাপতি ডা. শাহিদুর রহমান চুন্নু, জিতু মিয়ার পয়েন্ট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, হাজী নওয়াব আলী মার্কেট সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আফরুজ মিয়া, কাকলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া ইমরুল, ট্রেড সেন্টার ভেজিটেবল ব্যবসায়ী সমিতির সভাপতি ছাদ মিয়া, সাধারন সম্পাদক রাজু আহমদ, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ রাজন আহমদ প্রমুখ। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু।
মানববন্ধনে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, কাকলী শপিং সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতি, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতি, লালদিঘির পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতি, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতি, সিটি সুপার মার্কেট ও ব্যবসায়ী সমিতি, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশন, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপ, ব্লু-ওয়াটার শপিং সমিতি, জালালাবাদ আরএসি মালিক শ্রমিক কল্যাণ এসোসিয়েশন, ওয়েল্টওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতি, সবুজ বাংলা যুব কল্যাণ যুব সংঘ, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি, বৃহত্তর স্টেশনরোড ব্যবসায়ী সমিতি, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, আল-মার্জান শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি, কুমারপাড়া ব্যবসায়ী সমিতি, শাহজালাল (রহ.) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, জুয়েলারি ব্যবসায়ী সমিতি, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরাম, লালবাজার ব্যবসায়ী সমিতি, মহাজন পট্টি ব্যবসায়ী সমিতি, পূর্ব দরগাহ গেইট ব্যবসায়ী সমিতি, আম্বরখানা ব্যবসায়ী সমিতি, সুবিদবাজার ব্যবসায়ী সমিতি, ইলেকট্রনিক মার্চেন্ট এসোসিয়েশন, সিলেট বিভাগ ইলেকট্রিক টেকনিশিয়ান কল্যাণ সমিতিসহ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীরা বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ফের হত্যাকান্ড || দোকান থেকে আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার
- বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
- ইকরা ট্রাভেলস-সিলেট অনলাইন প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- ২৩ নভেম্বর সিলেটে জমিয়তের গণসমাবেশ সফল করুন: সিলেট জমিয়ত
- খুনিকে গ্রেফতারে পুলিশের চিরুনী অভিযান|| কানাইঘাটে বন্ধুর হাতে নিহত মুমিনের দাফন সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- কানাইঘাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত, গ্রেফতার-১
- ফের বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা দেওয়া শুরু, রয়েছে নানা শর্ত
- আদালতে নিজেকে নির্দোষ দাবি মাহফুজের, ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম
- কানাইঘাটে পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে আহত,থানায় অভিযোগ দায়ের
- কানাইঘাটে ৫০ উর্ধ্ব মহিলার যৌন হেনেস্থার ভিডিও যে ভাবে ধারণ করে বখাটেরা