সর্বশেষ

» শহিদ সাংবাদিক তুরাব এর পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৪ | রবিবার

চেম্বার ডেস্ক: সিলেটে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদ আবু তাহের মোহাম্মদ তুরাব এর বাসায় পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার (১৭ই আগস্ট) রাতে নগরীর যতরপুরস্থ বাসভবনে নেতৃবৃন্দ নিহত তুরাবের বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এ সময় সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯শে জুলাই শুক্রবার বাদ জুমা কোনো কারন ছাড়াই ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং উদ্দেশ্যমূলকভাবে সিলেটের উদীয়মান সাংবাদিক আবু তাহের তুরাব এর উপর গুলি করে। ৯৮টি বুলেটের আঘাতে তার শরীর ঝাঁজড়া করে দেয় এবং বিকালে সে চিকিসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। আমরা প্রকাশ্য দিবালোকে ঘৃণ্য এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। নেতৃবৃন্দ বলেন, পুলিশের যে অফিসাররা তুরাবকে গুলি করে হত্যা করেছে তারা এখনও স্বপদে বহাল তবিয়তে রয়েছে, তাদের এখনও গ্রেফতার করা হয় নাই। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ৷ শহিদ আবু তাহের তুরাবের পরিবারের পাশে সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী সদস্য মোঃ আব্দুল হাছিব, মাহমুদ হোসেন খান,শহীদ তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ),সাংবাদিক রেজা রুবেল, ক্লাব সদস্য ডিএইচ মান্না প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30