সিলেটে ৩ দফা দাবীতে বঞ্চিত আনসারদের মানববন্ধন কর্মসূচি পালন
চেম্বার ডেস্ক: সিলেটের নিরীহ ও বঞ্চিত আনসার সদস্যদের ৩ দফা দাবী ও পূজা, নির্বাচনী টিউটির সম্মানী ও ভাতা প্রদান এবং দুর্নীতিবাজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নগরীর মদিনা মার্কেট সংলগ্ন সিলেট জেলা আনসার ভিডিপি অফিসের প্রধান গেইটের সামনে অনুষ্ঠিত হয়। আনসার কমান্ডার মোঃ আনসার আলীর সভাপতিত্বে ও আনসার কমান্ডার নোমান আহমদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন নিরীহ ও বঞ্চিত আনসার সদস্য জয়নাল আহমদ, নোমান আহমদ, মানিক মিয়া, আকাশ মিয়া, মোঃ সোহেল, রাজ আলম, আব্দুল আলী, সাজুর মিয়া, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, সাইদুল ইসলাম, সাইদ আলী, মনর আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা নিরীহ ও বঞ্চিত আনসার সদস্যদের ২০১৫, ১৬, ১৭ ও ১৮ সালের পূজা, নির্বাচনী টিউটির সম্মানী ও ভাতা প্রদান করে পুনরায় চাকুরী বহালের জোর দাবী জানিয়ে বলেন, দুর্নীতিবাজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। বক্তারা আনসারদের ৩ দফা দাবী জানিয়ে বলেন, সিলেট জেলা আনসার ভিডিপি অফিসের সার্কেল এ্যাডজুটেন্ট এ.এস.এম এনামুল হক (গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত আসামী), ও সদর আনসার টি.আই রূপক তালুকদার ভিডিপির কার্যালয়ে দীর্ঘ ১৬ বছর যাবত একই অফিসে কাজ করার সুবাদে দুর্নীতি ও সহজ সকল আনসারদের জিম্মি করে বিভিন্ন রকম অর্থ আত্মসাত করছেন। এতে আনসার সদস্যরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা দুর্নীতিবাজ আনসার কর্মকর্তাদের বদলী সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বঞ্চিত আনসার সদস্যদেরকে পুনরায় চাকুরীতে বহাল করার জোর দাবী জানান।