প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৭ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৭ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ওলামালীগ নেতা উপজেলার গৌরনগর গ্রামের তহুর আলীর পুত্র মোঃ আবুল বাশার। সাইবার মামলা নং-১৯৪/২০২৪ইং।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সুনামগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মামলায় সকল আসামীই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সকলেই প্রবাসী বলে জানা গেছে।
মামলার আসামীরা হলেন- ১। সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ রায়সন্তোষপুর গ্রামের ছাদেক আজাদের পুত্র মোঃ আশফাক আহমদ জবলু (২৭), ২। মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পকুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আব্দুর রহমান (২৪), ৩। সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়াগাও গ্রামের মোঃ আরশ আলীর পুত্র মোঃ আব্দুল মুকিত (৩৯), ৪। সুনামগঞ্জের ছাতক থানার দশঘর গ্রামের আজাদ আলীর পুত্র আব্দুল্লাহ আল মারুফ (২২), ৫। ছাতক থানার খিদ্রা পায়রাবন্দর গ্রামের মোহাম্মদ আব্দুল ওয়াহিদ কয়েস (মকসুদ কয়েস) (৩৫), ৬। সিলেট জেলার বিয়ানীবাজার থানার কাকরদিয়া গ্রামের ময়জুল ইসলামের পুত্র ফরহাদ হোসেন (২৫) ও ৭। সুনামগঞ্জের ছাতক থানার মল্লিকপুর গ্রামের মোঃ ছায়েদ মিয়ার পুত্র মোঃ তায়েফ আহমদ (২৪)।
মামলার বাদী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ওলামা লীগের সদস্য মোঃ আবুল বাশার বলেন, আসামীরা সকলেই বিএনপি ও জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে। আমি এর প্রতিবাদ করায় তারা আমাকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। তাই আমি বাধ্য হয়ে গত ১৫ জুলাই সোমবার আদালতের স্মরণাপন্ন হয়েছি।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মনির উদ্দিন বলেন, বিবাদীগণ সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটুক্তি করে যাচ্ছে। দলীয় দায়বদ্ধতা থেকে আমার মোয়াক্কেল এই মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির প্রতি নির্দেশ দিয়েছেন।