কোটা ইস্যুতে নিহতদের স্মরণে সিলেটের সব মসজিদে বিশেষ দোয়া

চেম্বার ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণ করে সিলেটের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নিহতদের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) হযরত শাহজালাল (রহ.) মাজারে জুম্মার নামাজ শেষে এ দোয়ায় অংশ নেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। একই সঙ্গে সিলেটের অন্যান মসজিদগুলোতেও দোয়াতে বিপুল সংখ্যাক মুসল্লিরা ছিলেন। দোয়া শেষে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

এছাড়া আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দোয়া শেষে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় নিহত হন অনেকেই। নিহতদের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার সিলেটসহ দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অংশ নেন সর্বস্তরের মানুষ।

এদিকে আজ শুক্রবার (২৬ জুলাই) সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।