সর্বশেষ

» রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন।
নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছে বলে শুনেছি তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারছি না।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মোঃ ইউনুস আলী জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে আবু সাইয়িদ নামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেছে। তার বাড়ি গাইবান্ধায়।
স্থানীয় সাংবাদিক ফেরদৌস জয় জানিয়েছেন,দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সহিংসতার ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে।
এ সময় বেশ কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031