সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্ব নেতাদের তীব্র নিন্দা

চেম্বার ডেস্ক: পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। শনিবার (১৩ জুলাই) ট্রাম্পের ওপর হামলার ঘটনার পরপরই, এ ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের এক মুখপাত্র ট্রাম্পের ওপর গুলির ঘটনার নিন্দা করেছেন। এটিকে ‘রাজনৈতিক সহিংসতা’ বলে অভিহিত করেছেন তিনি।
ঘটনার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনও ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
হামলার ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ধরনের আতঙ্কজনিত দৃশ্য দেখে ভীষণ মর্মাহত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, আমাদের সমাজে কোনও প্রকার রাজনৈতিক সহিংসতার স্থান নেই।’

হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি বলেছেন, হামলার এ ঘটনা ছিল উদ্বেগজনক।

হামলার ঘটনার ভিডিও দেখে অসুস্থ বোধ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘রাজনৈতিক সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়।’
সাম্প্রতিক রয়টার্স/ইপসোস জরিপেও দেখা গেছে, আমেরিকানরা ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছেন। সমীক্ষায় তিনজনের মধ্যে দুইজন উত্তরদাতা বলেছেন, তারা আশঙ্কা করছেন নভেম্বরে নির্বাচনের পরেও সহিংসতা হতে পারে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ট্রাম্পের ওপর গুলির এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলেছেন।
ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ট্রাম্পের সাথে দেখা করেছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হামলার ঘটনাকে অন্ধকার সময় বলেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ট্রাম্পকে বন্ধু বলে অভিহিত করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।