কোটাবিরোধীদের ঘোষণা, ‘বাংলা ব্লকেড’ চলবে
চেম্বার ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে ফের কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শাহাবাগ মোড়ে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানেই সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ কর্মসূচি দেন তারা।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, আগামীকাল বিকেল সাড়ে তিনটায় সারা দেশে বাংলা ব্লকেড অব্যাহত থাকবে। রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাব, যতদিন দাবি মানা না হবে। দেশের আনাচে-কানাচে বাংলা ব্লকেড অব্যাহত রাখা হবে। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড পালিত হবে।