প্রাক্তন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী’র মৃত্যুবার্ষিকীতে স্মৃতি পরিষদের কর্মসূচী
চেম্বার ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র খুবই ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত, জাতিসংঘের সাবেক সভাপতি , জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরী’র ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১০ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গনে নেতৃবৃন্দ জমায়েত হয়ে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত। বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
কর্মসূচীতে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সকল নেতৃবৃন্দ ও মরহুমের সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের আহবায়ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন ও সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক। উল্লেখ কর্মসূচীতে উপস্থিত থাকবেন প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরীর দৌহিত্র মাহসুন নোমান রশীদ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।