সর্বশেষ

» আনন্দ-উচ্ছ্বাসে মিশিগানে মুনা’র প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৪ | সোমবার

সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে:

‘ঈদ এলো মানুষের জন্য
ঈদ এলো জীবনের জন্য
ঈদের আনন্দ যে ভাগ করে নেয়
সেই জন আসলেই ধন্য’….

তাইতো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগান আয়োজন করে এক নান্দনিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের। সেখানে হাজারো মানুষ পরিবারের ছোটো বড়ো সবাইকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে উদ্ভাসিত হলো ক্ষণিকের জন্য। ৩০ জুন রোববার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ওয়ারেন সিটির হলমিচ পার্কে আনন্দঘন মুহুর্তকে উপভোগ করার জন্য দলেদলে যোগ দেন বাংলাদেশী কমিউনিটির সর্বস্থরের মানুষ। তাদের সবাইকে অভ্যর্থনা জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ-আয়োজনে ছোট-বড় সবার জন্য ছিলো চকলেট দৌড়, মিউজিক্যাল চেয়ার, বেলুন ফুটানো, রশি টানাটানি, মোরগ লড়াই, পা বেঁধে দৌড় ইত্যাদি প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ অংশে ছিলো দুপুরের খাবার, রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

মিশিগান মুনা নর্থ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ারেন চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় ইসলামিক স্কলারদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম শায়খ মোস্তফা এল টুরক, ইমাম শায়খ আবদুল লতিফ আজম, ইমাম শায়খ মোহাম্মদ জিন্দানী, ইমাম শায়খ আবদুল বাছিত চৌধুরী, ইমাম শায়খ হাফেজ কাশেম ফারুকী, ইমাম তাজিম খান, ইমাম রেদোয়ান আহমদ, ইমাম হাফেজ রায়হান উদ্দীন।

বক্তারা বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ত্ব হওয়ার আনন্দ। ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। এ উৎসব যেনো দুনিয়ার কল্যাণ ও আখেরাতের মুক্তির পথ হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিটি অব ওয়ারেনের সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে স্টেইট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী জেমস ফাউটস, স্টেইট সিনেট প্রার্থী আয়েশা ফারুকী, ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টের জাজ ক্যান্ডিডেট এটর্নি সায়মা খলিল, ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশন ট্রাস্টি ও ম্যাকম্ব কাউন্টি কমিশনার প্রার্থী খাজা শাহাব আহমেদ, হেমট্রামিকে সিটি কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, এমসিএম মসজিদের প্রেসিডেন্ট ডা. রেদোয়ান উদ্দীন, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর মাখন, মিশিগান মহানগর বিএনপির সেক্রেটারী সেলিম আহমদ, বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক প্রমুখ।

এছাড়াও মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা’র দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ জোনের প্রেসিডেন্ট খায়রুল হাসান রফিক, সেন্ট্রাল প্রজেক্ট ডিরেক্টর ওলিউর রহমান, সোশ্যাল সার্ভিসের কো-অর্ডিনেটর ডা. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ কাশেম আল মামুন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031