সর্বশেষ

» ৩য় ধাপে সিলেটের ১০ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

প্রকাশিত: ২৯. মে. ২০২৪ | বুধবার

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটে সিলেট বিভাগের ১০ উপজেলার চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আমাদের প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে, সিলেটের বালাগঞ্জে আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আনহার মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান কাপ পিরিচের প্রার্থী আওয়ামী লীগ নেতা মোস্তাকুর রহমান মফুর।

বিয়ানীবাজারে হেলিকপ্টার প্রতীক নিয়ে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুল কাশেম পল্লব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শালিক প্রতীকের মোঃ গৌছ উদ্দিন। ফেঞ্চুগঞ্জে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

সুনামগঞ্জের ছাতক উপজেলায় কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আনারস প্রতীক নিয়ে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমদ বুলবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

শ্রীমঙ্গল উপজেলায় কাপ পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ভানু লাল রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ নেতা আতাউর রহমান মাসুক।

হবিগঞ্জ সদর উপজেলায় টানা ২য় বারের মতো আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ৩য় বারের মতো কৈ মাছ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031