সর্বশেষ

» লন্ডনে ‘রাইটস দ্যা পিপল’র গোলটেবিল বৈঠক

প্রকাশিত: ২৯. মে. ২০২৪ | বুধবার

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের বর্তমান গণতন্ত্রকে মৃতপ্রায় উল্লেখ করে তা থেকে উত্তরণের করণীয় নির্ধারণের লক্ষ্যে লন্ডনে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অফ দ্যা পিপল’ এর উদ্যোগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে (২৮ মে) লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে ‘বৈশ্বিক শক্তির কারণে অগনতান্ত্রিক রাষ্ট্রের পথে বাংলাদেশ ? ভাবনা শীর্ষক’ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন দৈনিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখন মৃতপ্রায়। প্রতিবেশী দেশের নগ্ন হস্থক্ষেপের কারণে ক্ষমতাসীন আওয়ামী সরকার বার বার গণতন্ত্রকে ধ্বংস করছে। পুরো রাষ্ট্রশক্তি আইন ও মানবাধিকারের বদলে ক্ষমতাসীনদের ক্ষমতায় রাখতে সবধরনের চেষ্টা অব্যাহত রাখছে। গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব শুধু বিএনপি-জামায়াত কিংবা গুটি কয়েক দলের নেতাকর্মীদের নয়। বিগত দ্বাদশ নির্বাচনের সময় আন্তর্জাতিক চাপ থাকা স্বত্তেও দেশের আপামর জনগণ গর্জে উঠতে পারেনি। এর মূল কারণ ছিল হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের ভয়। তখন যেসব দলের নেতাকর্মীরা ভোটাধিকার প্রতিষ্ঠার দাবীতে সরব হয়েছিলেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে তাদেরকে নিষ্টুরভাবে দমন করা হয়েছে। ভয়কে জয় করে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সহ-সাধারন সম্পাদক জুমেল হুসাইন, সাবেক ছাত্র নেতা মো: সানাউর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক মো: কাওছার আহমেদ, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লস্কর, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন শাকিব, মনসুর হাসান জাকারিয়া, বিপ্লব মাহমুদ, জায়েদুর রহমান, রোহান তারিক, মোঃ মিনহাজুল আবেদীন রাজা, আশিক উদ্দীন, এবাদুর রহমান, আব্দুল মোমিন, রানু মিয়া, খায়রুল ইসলাম, শাহজাহান আহমদ, কামরুল ইসলাম, সৈয়দা রিপা বেগম, মো: আহসান হাবীব, মো: আমিনুল ইসলাম, জোবায়ের আহমেদ, মোয়াজুল করীম মাহদী, রাসেল আহমদ, আরিফুজ্জামান উকিল, রাসেল আহমদ, সৈয়দ গজনফর আলী, শামসুল ইসলাম, জুনেদ আহমদ জুনায়েদ, শাহরিয়ার আহমদ, জাহিদুল হাসান, মো: মাসুম আহমেদ, মোক্তাদির আহমেদ, শিমুল ইসলাম, মকসুদ ইবনে ওয়াহিদ ফয়েজ, তোহা বিন জোয়ারদার, নাইমুর রহমান, মো: গোলাম জামিয়া, কাওছার আহমেদ, তারেক ইবনে জালাল, তোফায়েল বিন হাবিব ও মো: আদিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031