মিশিগানে কানাইঘাট এসোসিয়েশনের নয়া কমিটি গঠন

সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে: যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাটীদের প্রাণের সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এসোসিয়েশনে সভাপতি শরীফ উদ্দীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া রহমানের উপস্থাপনায় ওয়ারেন সিটির একটি হল রুমে সাধারণ সভায় বিগত সেশনের আয়-আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে রিপোর্ট গৃহীত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কয়েছ আহমদ।

সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নয়া কমিটি গঠন করা হয়। সভাপতি হিসাবে নির্বাচিত হন শরীফ উদ্দিন আহমদ, সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, অর্থ সম্পাদক শাহরিয়ার রহমান, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী ইমরান, সাংগঠনিক সম্পাদক ইকমাম আহমদ চৌধুরী শিব্বির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলায়মান আল মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমদ। এছাড়াও সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ফয়জুর রহমান, জাকারিয়া রহমান, তানভির আহমদ, আশরাফুল হক।

নির্বাচন পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন খাজা শাহাব আহমদ, ওয়ালিউর রহমান, এমদাদুর রহমান, নুরুল আম্বিয়া।