কানাইঘাটে গাজী বুরহান উদ্দিন (র:) জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের গাজী বুরহান উদ্দিন (র:) জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এম.পি.ও ভুক্ত) এর জনবল কাটামো ২০২১ এর বিধিমালা অনুযায়ী বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
এক নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব পদে জনবল নিয়োগ দেয়া হবে। সুপার পদে ১ জন, শিক্ষাগত যোগ্যতা কামিল পাস,বেতন১৫-২০ হাজার, সহকারী সুপার পদে ১ জন, শিক্ষাগত যোগ্যতা কামিল পাস, বেতন ১২-১৫ হাজার টাকা, সহকারী শিক্ষক (গণিত) পদে ১ জন, শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স, বেতন ১২-১৫ হাজার টাকা, সহকারী শিক্ষক (আরবি), শিক্ষাগত যোগ্যতা কামিল/দাওরায়ে হাদিস, বেতন ১০-১২ হাজার টাকা,
সহকারী শিক্ষক (ইংরেজি), শিক্ষাগত যোগ্যতা অনার্স, বেতন ১০-১২ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত দরখাস্ত, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ও ২ কপি ছবিসহ আগামী ৩০ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে মাদরাসার সভাপতি ডা: হাবিবুর রহমান হোসাইনি বরাবর দরখাস্ত জমা দেয়ান জন্য আহ্বান জানানাে হয়েছে।
বিশেষ প্রয়োজনে jainulchy@yahoo.com ই মেইলে পাঠানোও যাবে।