মিশিগানে সর্ববৃহৎ ব্যাডমিন্টন টুর্নামেন্টের জার্সি উন্মোচন
সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েমি শিগান টাইগার্স ইয়ুথ স্পোর্টস ক্লাবের উদ্যোগে মিশিগান সিটির সর্ববৃহৎ ব্যাডমিন্টন টুর্নামেন্টের জার্সি উন্মোচন হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির আড্ডা রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের জার্সি উদ্বোধন ও প্রত্যেক ডিভিশনের গ্রুপ নির্ধারনী ড্র অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন আনসার, ম্যানেজিং কমিটির সদস্য রিয়াদুল রায়হান, রসি মির, সামা ইসলাম, ছিদ্দিকুর রহমান, তানভির হোসেন, মুয়াজ রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রত্যেক ডিভিশনের খেলোয়াড়বৃন্দ, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জার্সি উন্মোচন ও ড্র-এর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির প্রধান দেলোয়ার আনসার ও সদস্যবৃন্দ।
দেলোয়ার আনসার তার বক্তব্যে বলেন, টুর্নামেন্টকে সফল করতে যারা স্পনসর দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মিশিগানের সর্ববৃহৎ এই ব্যাডমিন্টন টুর্নামেন্টকে সাফল্য মণ্ডিত করার জন্য কমিউনিটির সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড় সহ জাতীয় ও আন্তর্জাতিক মানের ভিনদেশী ১৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।