সর্বশেষ

» কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সচিব এহছানে এলাহী

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার

চেম্বার ডেস্ক: তৃণমূল মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন(জিডিএ) ইউকে,এর অর্থায়নে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট জিডিএ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাছবাড়ী এলাকায় এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব(পিআরএল) মো: এহছানে এলাহী।
সংগঠনের সভাপতি আবুল ফাতেহ-এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল আবেদীন চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ পাটোয়ারি ও সহ সাধারণ সম্পাদক শামিম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: এহছানে এলাহী বলেন, মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি করেছে। খুব শিগগিরই এমন সময় আসবে চিকিৎসার জন্য কাউকে দেশের বাইরে যেতে হবেনা।
তিনি বলেন, আমরা এখন আর পিছিয়ে নেই, ১০০ বছরে যে উন্নয়ন হয়নি বিগত ১০ বছরে সে উন্নয়ন হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবেনা।
তিনি গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন এর অর্থায়নে হসপিটাল নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এজন্য সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর ও সংগঠনের উপদেষ্টা বশিরুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাক্তার শিব্বির আহমদ শিবলী, গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাব্বির আহমদ,
সংগঠনের সাবেক সভাপতি মুজিবুর রহমান, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন,সংগঠনের সহ সভাপতি নোমান আহমদ পাটোয়ারি,আব্দুর রহমান বুলবুল,ছালিক আহমদ, সংগঠনের সম্মানিত সদস্য মৌলানা দেলোয়ার হোসেন,৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৯ নং দক্ষিণ রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি সাদেক আহমদ,ট্রাস্টি মেম্বার আব্দুর রকিব,সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড.ইব্রাহীম আলী, তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরিফ আহমদ, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম, ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুছ ছাত্তার, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক শফিকুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি ব্যাংকার বদরুল ইসলাম, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন, রুপালি ব্যাংকের ম্যানেজার ফখরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন(জিডিএ) এর অর্থায়নে ২৯ ডিসিমেল জায়গার উপর ৫তলা বিশিষ্ট হাসপাতাল নির্মানের কাজ শুরু হয়েছে, চলতি বছরের মধ্যেই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হবে।

পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির তাহির।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031