প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথপুরে মারামারি ॥ যুবক নিহত
চেম্বার ডেস্ক: প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১ যুবক নিহত ও উভয় গ্রুপের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। উস্তার মিয়ার গ্রুপের সদস্যদের হামলায় নিজামুল করিম গ্রুপের জামিল আহমদ, রাহিন আবু মিয়া, আব্দুস সাত্তার গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রাহিন আহমদের অবস্থা গুরুতর হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- জগন্নাথপুর বাজারে সংঘর্ষের ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিজামুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- উস্তার মিয়ার হুকুমে রহমত আলী, নুরুল ইসলাম, ফিরোজ আলী, জুবায়ের আহমদ, বাবুল, জাহাঙ্গীর, খালেক, জিল্লুর রহমানসহ ৩০/৪০ জনের হামলায় আমার গ্রুপের কর্মী রাহিন আহমদ মৃত্যুবরণ করেছে। আমরা হামলাকারীদের নাম সংগ্রহ করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।