সর্বশেষ

» কানাইঘাট শিয়ালাইন বিলের মালিকানা নিয়ে বৃহত্তর গাছবাড়ী এলাকার মানববন্ধন কাল

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৪ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বড়হাওরে অবস্থিত প্রাচীনতম শিয়ালাইন বিলের মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এবং উচ্চ আদালতের আদেশ নিয়ে কানাইঘাট বড়চতুল ইউনিয়নের ১৪ মৌজা এবং গাছবাড়ী ঢাকনাইল আট মৌজার লোকজনের মধ্যে বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। উভয় পক্ষের লোকজন সম্প্রতি উচ্চ আদালত থেকে শিয়ালাইন বিলের মালিকানার রায় তাদের পক্ষে দেয়া হয়েছে নিয়ে পরষ্পর বিরোধী অবস্থানের কারনে শিয়ালাইন বিলের মালিকানা নিয়ে ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে। স্থানীয় উপজেলা প্রশাসন উচ্চ আদালতের রায়ের আলোকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিষয়টি সুষ্ঠু ভাবে নিষ্পত্তি করার জন্য উভয় পক্ষকে নিয়ে বৈঠকও করেছেন। কিন্তু তারপরও দু’পক্ষের মধ্যে বিরোধ থামছে না। গতকাল শনিবার বিকেল ৩টায় কানাইঘাট গাছবাড়ী ঢাকনাইল আট মৌজার লোকজনের উদ্যোগে স্থানীয় আকুনি কৌমি মাদ্রাসা ঈদগাহ মাঠে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বী হাজী সামছুদ্দিনের সভাপতিত্বে এতে অনেকে বক্তব্য রাখেন। সভায় উচ্চ আদালতের রায়ে শিয়ালাইন বিলে নিজেদের মালিকানা রয়েছে এবং বড়চতুল ইউনিয়নের ১৪ মৌজার লোকজন রায়কে অমান্য করে শিয়ালাইন বিলের একক মালিকানা দাবী সহ বিলের আশপাশে অবস্থিত গাছবাড়ী-ঢাকনাইল আট মৌজার লোকজনের জমি বেদখল সহ তাদেরকে নানাভাবে হয়রানী করার অভিযোগ তুলে আগামীকাল রবিবার সকাল ১১টায় স্থানীয় গাছবাড়ী বাজারে বৃহত্তর গাছবাড়ী এলাকার সর্বস্তরের লোকজনদের উদ্যোগে মানববন্ধনের ডাক দেয়া হয়। মানববন্ধনে সবাইকে অংশগ্রহণ করার জন্য ঢাকনাইল ৮ মৌজার সভা থেকে বৃহত্তর গাছবাড়ী এলাকার লোকজনদের প্রতি আহŸান জানানো হয়। সভায় উপজেলা প্রশাসনকে নিরপেক্ষ ভ‚মিকা পালনের মাধ্যমে শিয়ালাইন বিলের মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য আহŸানও জানান তারা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31