সর্বশেষ

» কানাইঘাট ঝিংগাবাড়ী কোনা গ্রামে শিবির সমর্থিত বাড়ীঘরে আওয়ামী লীগের হামলা

প্রকাশিত: ১৫. জুলাই. ২০২২ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে শিবিরের হরতাল চলাকালে আওয়ামী লীগ-শিবির ধাওয়া-পাল্টার রেশ ধরে উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ঝিংগাবাড়ী কোনা গ্রামের ময়নুল হাসান চৌধুরীর বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ীতে আওয়ামীলীগের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আফতাব উদ্দিনের বাড়ীসহ আশপাশের শিবির সমর্থিত কয়েকটি বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ক্ষতক্ষতি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ প্রসঙ্গে ঝিংগাবাড়ী কোনা গ্রামের আফতাব উদ্দিন বলেন, গাছবাড়ী বাজারে শিবিরের হরতাল চলাকালে আওয়ামী লীগের লোকেরা হামলা করে, এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়। এর রেশ ধরেই আওয়ামী লীগের লোকজন যারা শিবির সমর্থিত তাদের বাড়িতে হামলা করে।
একই গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আজ জুম্মার সময় যখন সবাই নামাজের জন্য মসজিদে ঠিক তখনই এ ন্যাক্ষারজনক হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৪ জুলাই গাছবাড়ি বাজারে শিবিরের হরতাল ছিল। সেখানে আওয়ামীলীগ এর সাথে শিবিরের ধাওয়া পাল্টা হয়। এর রেশ ধরেই আজ আওয়ামীলীগের সমর্থকেরা জুমার নামাজের সময় যখন পুরুষরা নামাজে ছিল তখন শিবির সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা চালায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আফতাব উদ্দীন চৌধুরীর বাড়িতেও হামলা চালায়। তখন এইসব বাড়ি গুলোতে অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এ ঘটনার কারণে এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031