সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, দুইজন গ্রেপ্তার
চেম্বার ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাড়ে পনের লক্ষ টাকার ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্ত্বর এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় ২৫৮ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জের চারদিজান গ্রামের আব্দুল করিমের ছেলে মো. মিনহাজুল ইসলাম (৩৭) ও বগুড়া সদর উপজেলার উত্তর সাত শিমুলিয়া গ্রামের ধনু মিয়ার ছেলে মো. হাসান মিয়া (৩০)। জব্দকৃত ২৫৮ বস্তা ভারতীয় চিনির আনুমানিক বাজারমূল্য ১৫,৪৮,০০০/- (পনের লক্ষ আটচল্লিশ হাজার) টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক (রেজি: নং-ঢাকা মেট্রো ট-২৪-৭৩৫৪) জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।