ঢাকার গুলিস্তান থেকে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার
চেম্বার প্রতিবেদক: বিশ্বনাথ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো: বারিক মিয়া (৩৭)কে গ্রেফতার করেছে।
ঢাকার গুলিস্তান এলাকা থেকে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর দিক-নির্দেশনায় ওসমানী নগর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম সেবা এর সহযোগিতায় এবং রমা প্রসাদ চক্রবর্তী, অফিসার ইনচার্জ বিশ্বনাথ থানার সার্বিক তত্ত্বাবধানে, বিশ্বনাথ থানার চৌকস পুলিশ টিম এসআই দীপংকর সরকার, এসআই আব্দুল মন্নান সঙ্গীয় ফোর্স সহ র্যাব ১ এর সহযোগিতায় গত ২০ জানুয়ারি উক্ত আন্ত:জেলা ডাকাত এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
সে বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের দিপবন্ধ বিলপাড় গ্রামের মৃত মবশ্বর আলীর ছেলে। তার বিরুদ্ধে দায়রা ৪৯৪/২১ এবং জিআর ১০২/২৩ এর গ্রেফতারি পরোয়ানাসহ তার নামে একাধিক ডাকাতি মামলা,চুরি মামলা, ধর্ষন মামলাসহ মোট ৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন যাবৎ উক্ত পলাতক ডাকাত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।