গণধর্ষণের সাথে জড়িতদের শাস্তির দাবীতে কানাইঘাটে ছাত্রলীগের মানববন্ধন
কানাইঘাট প্রতিনিধি::
সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কানাইঘাট উপজেলা, পৌর ও কলজে ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট বাজার পয়েন্টে পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রুমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি আফতাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, উপ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আলমাছ উদ্দিন আমান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ তাহের, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রুমেল, ছাত্রলীগ নেতা আব্দুস সাহিদ রাসেল, শাহার, রেজাউল, রুবেল, মিজান, রাকিব, আলি আলকাছ প্রমূখ। মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ খুন-ধর্ষণ সহ যে কোন ধরনের অপকর্মের বিরুদ্ধে সব-সময় সাংগঠনিক ভাবে সোচ্চার রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সারাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণকারীরা দলের কর্মী হতে পারে না, তাদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য সারাদেশে ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। এমসি কলেজ ছাত্রাবাসে যারা গৃহবধূকে গণধর্ষণ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মানববন্ধন থেকে সিলেটের প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।