আমেরিকা ভেবেছিল নির্বাচনের আগে চাপ দিলে অনেক কিছু পাওয়া যাবে: সিলেটে ড. মোমেন
চেম্বার ডেস্ক: সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরী করেছিলো মুলত তাদের দেশের স্বার্থের জন্য। তারা অনেক কিছুই চায়। তারা ভেবেছে নির্বাচনের আগে চাপ দিলে তা পাওয়া যাবে।
আজ বৃহস্পতিবার (১৮জানুয়ারি) বিকেলে সিলেটে তার বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
এর আগে দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে প্রথমবারের মতো সিলেট আসেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র উপস্থিত ছিলেন।