সর্বশেষ

» সিলেট-৫ আসন :অভিযোগ দিয়ে প্রত্যাহার করলেন মাসুক উদ্দিন আহমদ

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: সিলেট-৫ আসনের ভোটের মাঠের রঙ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। পরশু সিইসি বরাবর এক অভিযোগে দেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মাসুক উদ্দিন। তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোরও হুমকী দেন ওই অভিযোগ পত্রে। অত:পর গতকাল তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে একটি অভিযোগ পত্র দেন সিলেট-৫ আসনের নৌকার প্রার্থী ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। তিনি নির্বাচনকে প্রভাবিত করে এক প্রার্থীকে জিতিয়ে নেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া না হলে নির্বাচন থেকে সরে যাওয়ারও হুমকি দেন ।

লিখিত অভিযোগে মাসুক উদ্দিন বলেন, আমার দু’টি উপজেলার নেতাকর্মী ও ভোটারদের হুমকি-ধমকি দিয়ে আতংক সৃষ্টি করে একজন বিশেষ প্রার্থীকে পাশ করানোর উদ্দেশ্যে নীল নকশা হচ্ছে। নির্বাচনী প্রচারণা জমে উঠার পর লক্ষ্য করলাম কেতলি মার্কার প্রতিনিধিকে গায়েবি ভোটে পাশ করানোর উদ্দেশ্যে এ পর্যন্ত দু’টি উপজেলার জনপ্রতিনিধি, সংখ্যালঘু নেতা, দলীয় নেতাকর্মীসহ অন্তত ১০০ জনকে বিভিন্নভাবে ডেকে নেয়া হয় একটি বিশেষ জায়গায় ।

সেখানে নিয়ে বলা হয়, ‘সরকারের উপরের মহলের নির্দেশ, কেতলি প্রতীকে ভোট দিতে হবে এবং কেটলির পক্ষে কাজ করতে হবে নতুবা রক্ষা নেই। এর পর থেকে ভয়ে আমার শত শত সংখ্যালঘু ভোটার এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সর্বশেষ গত ১ জানুয়ারির ১৩জন সংখ্যালঘু নেতাকে আসামীর মত ব্যবহার করে বলেন, ‘উপরের গ্রীণ সিগনাল কেটলির পক্ষে’।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর তারিখে কানাইঘাট উপজেলার আওয়ামী লীগ নেতা সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট আব্দুস ছাত্তারকে ফোন করে যোগাযোগ করে একইভাবে হুমকি ধমকি দেয়া হয়। আমি আমার সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে জানতে পারি কথিত গ্রীণ সিগনালটি সঠিক নয়। নৌকার পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ ভয়ে স্থানীয় নেতারা নিষ্ক্রিয় হলেও ভোটাররা আমার পক্ষে রয়েছে। সঠিক নিরপেক্ষ নির্বাচন হলে প্রকৃত ফলাফল আলোর মূখ দেখলে নৌকা ডুবানোর সাধ্য কারো নেই।এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন বলে জানান।

তবে মাসুক উদ্দিনের এতসব অভিযোগ প্রসঙ্গে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন তাঁর ভাই ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ। তিনি জানান, তারা লিখিত আবেদনটি প্রত্যাহার করেছেন। নির্বাচনের অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশ রয়েছে দাবি করে তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সেজন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। আসাদ উদ্দিন আহমদ দাবী করেন, একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। তারা সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদের কাছ থেকে কৌশলে একটি আবেদনে স্বাক্ষর নিয়ে নেয়। ওই আবেদনে একটি সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। নির্বাচনী ব্যস্ততার সুযোগে কুচক্রী মহল এই কাজটি করেছে। যখনই বিষয়টি মাসুক উদ্দিন বুঝতে পেরেছেন তখন তিনি সাথে সাথে জেলা রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে মৌখিকভাবে আবেদনটি প্রত্যাহার করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728