সর্বশেষ

» শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ : পীযূষ বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

চেম্বার ডেস্ক: ঢাকায় চিকিৎসক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। সকলে মিলে ভোট কেন্দ্রে গেলেই ভোট বিরোধী ও দেশ বিরোধীরা ১% এ পরিণত হবে। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তথা শেখ হাসিনা হবেন ৯৯ শতাংশ।

রোববার (৩১ জানুয়ারি) সম্প্রীতি বাংলাদেশ এর আয়োজনে ‘শেখ হাসিনায় আস্থা’ শিরোনামে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহম্মেদ এ কথা বলেন। তিনি কোভিড ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ থেকে শুরু করে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণসহ প্রধানমন্ত্রীর চিকিৎসা ক্ষেত্রে অবদানের পরিসংখ্যান তুলে ধরেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক সমাবেশে সভাপতির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ।

সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বাংলাদেশ বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে থাকবে। ১৯৯১ ও ২০০১ সনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা উল্লেখ করে তিনি আগামী নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।

সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর সঞ্চালনায় চিকিৎসক সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামূল হক ভূইয়া, সম্প্রীতি বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. উত্তম বড়ূয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রেজাউল আমিন টিটু, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক সাধারণ সম্পাদক ডা. রাহাত হোসেন, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সাইফ আহম্মেদ, বঙ্গবন্ধু গবেষক আফিজুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. অনুপম সাহা প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031