সর্বশেষ

» সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের হাতে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় দরগা গেইটের পূর্ব পার্শ্বে হোটেল রাজরানীতে অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫), মুন্নী আক্তার (১৮) নামে প্রতারক চক্রের এই তিন সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ১২,২৪০ টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় যে, এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে সিলেট শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ জনগণকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারনা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ পর্যন্ত ৩৫৪ জনের কাছ থেকে দুইলক্ষ বিশ হাজার দুইশত টাকা হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031