রোটারী ক্লাব মানবতার কল্যানে কাজ করে:গভর্নর মতিউর রহমান

চেম্বার ডেস্ক: রোটারী ৩২৮২ এর জেলা গভর্নর রোটারীয়ান ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেছেন, রোটারী ক্লাব মানবতার কল্যানে কাজ করে এটি একটি মানবিক সংগঠন। পরস্পরের মধ্যে সৌহার্দ্য, সুসম্পর্ক স্থাপনের পাশাপশি রোটারি’র মাধ্যমে বিশ্বের লাখ লাখ সেবা বঞ্চিত মানুষ উপকৃত হয় দরিদ্রদের স্বাস্থ্য সেবা এবং বিশ্বকে পোলিও মুক্ত করতে রোটারীর অবদান সবচেয়ে বেশি। তিনি সেই ধারাবাহিকতায় রোটারীয়ানদের হেপাটাইটিস বি নির্মূলে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি টেকসই উন্নয়নের দিকে রোটারিয়ানদের বেশি মনোযোগী হওয়ার আহবান জানান।

রোটারী ই- ক্লাব অন্যান্য ক্লাবের তুলনায় জনগনের মধ্যে রোটারী ইমেজ বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন কার্য্যক্রম পরিচালনা করছে যা আমাকে উৎসাহিত করেছে । আশাকরি আগামী ৬মাসের সমাজের উন্নয়ন রোটারী ই ক্লাবের উন্নয়ন ধারা অব্যাহত রাখার মাধ্যমে আগামীতে আরো অবদান রাখবে । রোটারী ই- ক্লাব সিলেটে গভর্নর পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

২০ ডিসেম্বর রাতে নগরীর অভিজাত হোটেলে রোটারী ৩২৮২ এর জেলা গভর্নর রোটারী ই- ক্লাব পরিদর্শন ও ক্লাবের সার্ভিস প্রজেক্ট উদ্বোধন করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এনামুল হাসান খান পি এইচ এফ সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী ডা. আব্দুল মুয়িদ এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেলোশীপ কমিটির চেয়ারপার্সন রোটারিয়ান পিপি ফারেস আহমদ চৌধুরী পি এইচ এফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পি ডি জি মনজুরুল হক চৌধুরী, পি ডি জি আতাউর রহমান পীর । ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান মো: মোশাররফ হোসাইন পি এইচ এফ এর কোরআন তেলাওয়াত ক্লাব ট্রেইনার রোটারীয়ান পিপি মোঃ মোশাররফ হোসেন জাহাঙ্গীর পিএইচএফ রোটারী প্রত্যয় পাঠ এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এরিয়া ডাইরেক্টর শামসুল হক দিপু, এরিয়া এডভাইজার হানিফ মোহাম্মদ, জোনাল কো অর্ডিনেটর আমিনুল ইসলাম, এ্যাসিসটেন্ট গভর্নর জুম্মান তারেক, পিপি রোটারিয়ান আজিম উদ্দিন পি এইচ এফ, রোটারীয়ান আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান সদরুল হাসান চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ মহিউদ্দিন মাসুদ, রোটারিয়ান মো: তোফায়েল আহমদ চৌধুরী পি এ্ইচ এফ, রোটারিয়ান ন্জামুল ইসলাম আর এফ এস এম। অনুষ্ঠানে ক্লাবের নতুন তিন সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয় তারা হলেন আমিনুল ইসলাম, আব্দুল হাকিম চৌধুরী, আশিকুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন সার্ভিস প্রজেক্টের চেয়ারপার্সন রোটারিয়ান পি পি সৈয়দ বাহারুল ইসলাম রিপন। অনুষ্ঠানে খাদিমপাড়ার একজন মুক্তিযোদ্ধা সম্পূর্ন গৃহ নির্মান করার প্রতিশ্রæতি ও একজন অসহায় মানুষকে গৃহনির্মানে অর্থ প্রদান করা হয়।