সর্বশেষ

» ঝিংগাবাড়ী মাদ্রাসার আরবী প্রভাষক মাও. আব্দুল কাদিরের এম.ফিল ডিগ্রী লাভ

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০২৩ | সোমবার

চেম্বার ডেস্ক: ঝিংগাবাড়ী ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাও. মো. আব্দুল কাদির ঢাকা বিশ্ববিদ‌্যালয় আরবী বিভাগ থেকে এম. ফিল ডিগ্রী লাভ করেছেন। গত ৩০ নভেম্বর উপাচার্য অধ‌্যাপক ড.এ এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ‌্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সিন্ডিকেট সভায় তাকে এম. ফিল ডিগ্রী প্রদান করা হয়। তাঁর গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ছিলেন কলা অনুষদের আরবী বিভাগের অধ‌্যাপক ড. এবিএম ছিদ্দিকুর রহমান নিজামী। তাঁর গবেষণার বিষয় ছিল ” ইমাম শাফে’য়ী (র.) -এর কবিতার বিষয় ও প্রকরণ বিশ্লেষণ ”। (Analysis of the Content and Form of Imam Shaf’i’s poetry.) ইমাম শাফে’য়ী (র.) শুধু একজন ইমাম, মুজতাহিদ ও ফক্বীহ ছিলেন না, বরং তিনি একজন ভাষাবিদ, অলংকার শাস্ত্রবিদ, সাহিত‌্যিক ও স্বভাব কবি ছিলেন। এ সত‌্য উদঘাটন হয়েছে তাঁর ২২৯ পৃষ্ঠার গবেষণা অভিসন্দর্পে।

মো. আব্দুল কাদির ছাত্র জীব থেকেই লেখা-পড়ায় ছিলেন অত‌্যন্ত মনোযোগী। প্রতি স্তরের পরীক্ষায় তিনি কৃতিত্ব অর্জন করেন। আলিম পর্যন্ত তিনি গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসায় অধ‌্যয়ন করেন। ঢাকা বিশ্ববিদ‌্যালয় আরবী বিভাগ থেকে বি. এ. (অনার্স) ও এম. এ. পাস করেন এবং এম. এ. পরীক্ষায় ফার্ষ্ট ক্লাস থার্ড হওয়ার গৌরব অর্জন করেন। মো. আব্দুল কাদির সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ঐতিহ‌্যবাহী আগফৌদ নারাইনপুর গ্রামের মরহুম মৌ. মাহমুদ মিয়া হাফেজ্জীর তৃতীয় ছেলে এবং বিশ্বব‌্যাপী তাবলীগ জামাতের সাবেক বাংলাদেশের আমীর, ওলিয়ে কামিল মরহুম আল্লামা হযরত মাওলানা হরমুযুল্লাহ রহ. এর পৌত্র। ভবিষ‌্যতে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ‌্যালয় থেকে পি এইচ ডি গবেষণা কর্ম সম্পাদন করার জন‌্য ইচ্ছা ব‌্যক্ত করেন। এ ব‌্যাপারে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728