সর্বশেষ

» কানাইঘাট থানার নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০২৩ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর যোগদান উপলক্ষ্যে বরন এবং বিদায়ী অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে বদলী জনীত উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে বরণ ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা।
থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার সোহেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বিদায়ী সংবর্ধিত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, সহ সভাপতি উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুন নুর।
থানার পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ডিএসপি’র এস.আই মুসলেহ উদ্দিন, থানার এস.আই দেবাশীষ শর্মা, ট্রাফিক পুলিশের এস.আই মোহাম্মদ আলী, এ.এস.আই সোহেল দেব, পুলিশ কনস্টেবল সুমন আহমদ।
বরন ও বিদায়ী অনুষ্ঠানে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে সারাদেশের বিভিন্ন থানার ওসিদের বদলী করা হয়েছে। এরই অংশ হিসেবে কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদারকে কানাইঘাট থানায় বদলীয় করা হয়েছে। বিভিন্ন সময়ে এভাবে পুলিশের রদবদল চলে চাকুরীর কল্যাণে বিভিন্ন এলাকায় আমাদের কাজ করতে হয়। বিদায়ী অফিসার ইনচার্জ কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়ন স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশি সেবা জনগনের দূরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কাজ করেছেন, নবাগত ওসিও কানাইঘাটের সকল মহলের সহযোগিতায় নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, কানাইঘাটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, তারা সব-সময় প্রশাসনকে সহযোগিতা করে থাকেন। বিদায়ী ওসির সমৃদ্ধি কামনা করে নবাগত ওসির সুযোগ্য নেতৃত্বে কানাইঘাটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিদায়ী অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, কানাইঘাট থানায় ১০ মাসের অধিক সময় দায়িত্বে ছিলাম। সকলের সহযোগিতায় মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পুলিশি সেবা ও আইন-শৃঙ্খলা উন্নয়নে কাজ করার চেষ্টা করছি। এখানকার মানুষজন অত্যন্ত ধর্মপ্রাণ, তারা পুলিশ প্রশাসনকে সব-সময় সহযোগিতা করে থাকেন। দায়িত্ব পালনকালে কারো প্রতি মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ি ও সর্বশেষ শ্রীমঙ্গল থানায় কর্মরত থাকাকালীন সময়ে কানাইঘাট থানায় আমাকে বদলী করা হয়েছে। সব-সময় পুলিশি সেবা দেয়ার চেষ্টা করেছি। কানাইঘাটকে শান্তির জনপদ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিয়ে কাজ করব। পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয়, সবার সহযোগিতা পেলে সামনের নির্বাচন সহ নির্বাচন পরবর্তী সময়ে সততা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে অপরাধ দমনে নিরলস কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ওসি জাহাঙ্গীর হোসেন সরদারকে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। বিদায়ী অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728