সর্বশেষ

» মহানগরের ৩ নেতাকর্মীকে গ্রেফতার : সিলেট মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২৩ | সোমবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলকে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয় ও আব্দুস সবুর রাসেলসহ কারান্তরীন সকল দলীয় নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাকশালী সরকার বিরোধী মতকে দমন করতে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করছে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে নস্যাত করতেই সারাদেশের ন্যায় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়লেখা থেকে সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেলকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। এদেশে আর কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবেনা। অবিলম্বে আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয় ও আব্দুস সবুর রাসেলসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031