৪২ দিন পর মাঠের কর্মসূচিতে বিএনপি, মানববন্ধন শুরু

চেম্বার ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের সামনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির মানববন্ধন শুরু হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এরই মধ্যে দলটির নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

আজ রবিবার সকাল ১০টায় মানববন্ধনটি শুরু হয়।

এর আগে থেকেই নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। কর্মসূচিটি ঘিরে প্রেস ক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জলকামান এবং এপিসিও রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও রয়েছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত রয়েছেন।