সর্বশেষ

» শীতে ছেলেদের ফ্যাশন

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

লাইফস্টাইল ডেস্ক, :আগে এক সময় ভাবা হতো ফ্যাশন শব্দটা শুধু মেয়েদের বেলায়। ছেলেরা যাই পরুক না কেন, তাতে কি এসে যায়? কিন্তু এখন সময় বদলেছে। সময়ের সঙ্গে পালটে গেছে ফ্যাশনের ধারণা। রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি মডেলদের নিয়ে এবারের শীতের একটি আয়োজন। আয়োজক হিতাংশু দাস ইমন বলেন ,শুধু নামি-দামি ব্র্যান্ডের পোশাক গায়ে জড়ালেই যেমন ফ্যাশন সচেতন হওয়া যায় না, তেমনি ফ্যাশন শব্দটা এখন আর শুধু নারীর মাঝেই সীমাবদ্ধ নেই। পুরুষও ফ্যাশন নিয়ে খুব সচেতন এখন।

তাই তো কখনো লিওনার্দো ডিক্যাপ্রিও, কখনো ব্র‍্যাড পিট, কখনো বা টম ক্রুজের স্টাইল আমাদের মুগ্ধ করে। অনেক তরুণকেই ফ্যাশনে তাদের অনুসরণ করতে দেখা যায়। ফ্যাশন সচেতন মানুষের জন্য প্রয়োজন নিজের ব্যক্তিত্ব আর অভিব্যক্তির সঠিক প্রকাশ এবং পোশাকের বিন্যাস। আর শীতকাল যেন পোশাকে নিজের রুচি আর স্বাচ্ছন্দ্য প্রকাশের মোক্ষম সময়।

তরুণ ডিজাইনার নাফিজ হোসেন বলেন,ছেলেদের শীতকালের পোশাক বলতেই চোখে ভেসে ওঠে কনভার্স, জিন্স ও ফুল স্লিভ টি-শার্ট, হুডি জ্যাকেট, শাল, চাদর, মাফলার । প্রকৃতিতে এখনো শীত সেভাবে না এলেও মাঝে মাঝে উত্তরের হিম হাওয়া জানান দেয়, শীত আসছে।
আয়োজক ও ফ্যাশন ডিরেকশন: হিতাংশু দাস ইমন।
এজেন্সি: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি ।
মডেল: গিয়াস,আদি,জয়া, তানভির।
ডিজানার: নাইন বাই নাফিজ হোসেন।
মেকআপ: আবির আহমেদ।
ছবি: জুবেল আহমেদ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930