নবগঠিত কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ
কানাইঘাট প্রতিনিধি : ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন দেয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সেই সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি পরিষদের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সফল সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপজেলা নবগঠিত ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, এনামুল হক, হাবিব উল্লাহ, ইকবাল আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এক বিবৃতিতে বলেন, কানাইঘাটের খেলাধূলার উন্নয়নে দীর্ঘদিন ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীদের নিয়ে উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনের দাবী জানিয়ে আসলেও মেয়াদোত্তীর্ণ বিলুপ ক্রীড়া সংস্থার সদস্যরা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। যার পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের ডিও লেটারের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন দেয়ায় কানাইঘাটের ক্রীড়াঙ্গন আরো অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেই সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ভাবে সবাই নবগঠিত ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।