সিলেট-৫ আসনে কে-কে মনোনয়নপত্র দাখিল দাখিল করলেন,জেনে নিন
কানাইঘাট প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্ব স্ব দলের নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সিলেট জেলা জাপার আহ্বায়ক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শাব্বির আহমদ, তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, বাংলাদেশ মুসলীমলীগ সমর্থিত প্রার্থী খায়রুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী বদরুল ইসলাম।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, আঞ্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় সভাপতি মাও. হুছাম উদ্দিন চৌধুরী। প্রার্থীদের মধ্যে মুসলীগ সমর্থিত প্রার্থী কানাইঘাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।