কানাইঘাট ঝিংগাবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের চরিগ্রামের ডাক্তার নিছার আহমদের পরিবারের পক্ষ থেকে ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী খালেদ আহমদ এর অর্থায়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদিরের বাড়ীতে প্রতি বছরের মতো এ বছরও অসহায় শীতার্তদের কথা চিন্তা কর ৭নং ওয়ার্ডের জনগণের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অসহায় মানুষ যাতে শীতবস্ত্রের মাধ্যমে সামান্য উষ্ণতায় শীতকে মোকাবেলা করতে পারে- এজন্য এই আয়োজন বললেন ইউপি সদস্য আব্দুল কাদির। তিনি বলেন, এভাবে কয়েক বছর ধরে আমেরিকা থেকে খালেদ আহমদ মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল কাদির, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার,মুকিগঞ্জ মিডিয়ার পরিচালক ফয়েজ আহমদ, মিনহাজ আহমদ প্রমুখ।